ভাড়া ২০০ টাকা বেশি ধার্য করায় ১০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম: ‘ঈদ’ অযুহাতে অতিরিক্ত ভাড়া আদায় নতুন কিছু নয়। এনিয়ে আগের বছরগুলোতে প্রশাসনের তরফ থেকে কোন সক্রিয় ভূমিকা দেখা গেলেও এবার সরব। চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত ৩০০ টাকার ভাড়ার বিপরীতে যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা আদায় করায় প্রান্তিক পরিবহনের ম্যানেজারকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে।

ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াত ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুরাতন রেলভবনসংলগ্ন বিআরটিসি বাস কাউন্টার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। প্রান্তিক পরিবহনের ম্যানেজার সোহাগকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০(দশ) দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি নির্ধারিত ৩০০ টাকা ভাড়ার বিপরীতে যাত্রীদের কাছে ৫০০ টাকা ভাড়া আদায় করছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।