বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৬ উদযাপন ঢাবির সমাজকল্যাণে

জিয়াউল হক: ১০ অক্টোবর ২০১৬ ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষ্যে ক্লিনিক্যাল স্যোশাল ওয়াকর্ মাস্টার্স প্রোগ্রাম সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য হলো- Dignity in Mental Health: Psychological and Mental Health First Aid for All .

আলোচনা সভায় বক্তারা বর্তমান বাংলাদেশে সবার জন্য প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, সামাজিক পরিবেশসহ প্রত্যেক জায়গায় যেকোন জরুরি পরিস্থিতিতে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, অন্যান্য মানসিক স্বাস্থ্য পেশাজীবি, এমনকি সাধারণ মানুষ প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তায় অংশগ্রহণ করা প্রয়োজন বলে বক্তারা মনে করেন। মানসিক স্বাস্থ্য রক্ষায় মানুষের পাশে দাড়ানো এখন সময়ের দাবী যা এই আলোচনা সভায় উঠে আসে।

প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন: ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. গোলাম আজম, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান, সহযোগী অধ্যাপক মিসেস শাহানা নাসরিন, এছাড়াও বিশেষ আলোচক হিসাবে বকÍব্য রাখেন অধ্যাপক শাহীন ইসলাম, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।