রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অর্থমন্ত্রী দায়ী: ডিসিসিআই
ঢাকা: পবিত্র রমজানে তেল-চিনিসহ সকল দ্রব্যের দাম বাড়বে। আর এই দাম বাড়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দায়ী থাকবে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিস (ডিসিসিআই)।
নতুন প্রস্তাবিত বাজেটে (অর্থমন্ত্রী) ভ্যাট আইনে ৮০ শতাংশ বাস্তবায়ন করেছেন। এবং ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় টার্নওভারে ১৫ শতাংশ ভ্যাট সংযুক্ত করায় জিনিসপত্রের দাম আরো বাড়বে বলে জানিয়েছে ডিসিসিআই।
শনিবার দেড়টার দিকে মতিঝিল ডিসিসিআই অডিটোরিয়ামে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় এ কথা বলেন ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিস( ডিসিসিআই)এর নেতারা।
নেতারা আরো বলেন, এছাড়াও সরকারের ছত্রছায়ায় থাকা অসাধু ব্যবসায়ীদের কারণে রমজানের জিনিসপত্রের দাম বাড়বে।