মার্কিন মধ্যবিত্ত ও নিম্নবিত্তশ্রেণী অন্যান্য দেশের তুলনায় অধিক দরিদ্র

ডেস্ক: সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে দেখা গেছে, নিম্নবিত্তরা তো বটেই যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তরাও বিত্ত বিবেচনায় অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়েছে।

তিন দশকে বিশ্বের অন্যান্য উন্নত দেশের মধ্যবিত্তরা আয় বিবেচনায় যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তদের ছাড়িয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে বলে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে।

২০০০ সালেও কর দেয়ার পর কানাডার মধ্যবিত্তরা যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তদের থেকে উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে থাকতো। কিন্তু এখন তারা যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তদের ছাড়িয়ে গেছে। ইউরোপের গরিবরা যুক্তরাষ্ট্রের গরিবদের থেকে বেশি আয় করে।

বিশ্বের উন্নত দেশগুলোর ৩৫ বছরের তথ্য পর্যালোচনা করে এসব পার্থক্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র একটি অংশের মানুষ এখন আর্থিক সুফল ভোগ করছে। ২০১০ সালেই যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তদের আয়ের সমপরিমাণ আয় করতে শুরু করে কানাডার মধ্যবিত্তরা, আর তারপর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তদের তারা ছাড়িয়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে। (সূত্র: ইন্টারনেট)