সন্ত্রাসবাদে জড়িতদের সন্ধানে ইডেন কলেজ হোস্টেলে পুলিশের অভিযান

ঢাকা: ইডেন মহিলা কলেজের হোস্টেলে জঙ্গি বিরোধী অভিযানে রুমে রুমে তল্লাশি চালিয়েছে পুলিশ। বেশ কয়েকজন ছাত্রীকে থানায় নেয়া হয়েছে বলে ছাত্রীরা জানিয়েছেন। তবে পুলিশ কাউকে আটক করার কথা অস্বীকার করেছে।

রোববার দিবাগত রাত ৮টা থেকে কলেজের হোস্টেলে এ তল্লাশি চালায় পুলিশ। তথ্যটি নিশ্চিত করেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, নারী জঙ্গিদের একটি গ্রুপ ইডেন কলেজের ছাত্রীনিবাসে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে এক দল নারী পুলিশ নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকজন ছাত্রীকে সন্দেহভাজন হিসেবে নিয়ে আসা হয়। তবে এখনো কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে কলেজ কর্তৃপক্ষের সাঙ্গে আলোচনা করে আটকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের এক শিক্ষার্থী জানান, রাতে প্রতিটি ছাত্রীর রুমেই অভিযান চালায় পুলিশ। এসময় অন্তত ১৫ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। এসময় বেশ কিছু উগ্রমতবাদী বই উদ্ধার করা হয়।