৩৬ শতাংশ সম্পন্ন পদ্মা সেতুর কাজ : ওবায়দুল

ঢাকা: পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজের ৩৬ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘পদ্মাসেতু প্রকল্পের নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী এগিয়ে চলেছে। গতকাল পর্যন্ত ৩৬ শতাংশ কাজ শেষ হয়েছে। ১৮টি পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বর্ষা মৌসুমেও সমান গতিতে কাজ এগিয়ে যাবে। পাশাপাশি মে মাস থেকে কাজের গতি আরো বৃদ্ধি পাবে।’

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

ঈদে মানুষের বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফিরে আসার ক্ষেত্রে মন্ত্রণালয়ের পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার সার্বিক বিষয়াদি নিয়ে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে সরকার। ২০১৪ সালের জুনে চায়না মেজর ব্রিজ কোম্পানিকে মূল সেতু নির্মাণের কাজ এবং সিনো হাইড্রো করপোরেশনকে নদী শাসনের কাজ দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী ১২,১৩৩ কোটি টাকায় ৪৮ মাসের মধ্যে চায়না মেজর ব্রিজ কোম্পানির কাজ শেষ করার কথা। সেই হিসাবে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের মে মাসে।