ভয়াবহ গুয়াতেনামো বে কারাগারের ১০ বন্দিকে ফেরত পেল ওমান

ডেস্ক: গুয়েতানামো বে কারাগার থেকে ১০জন নিরপরাধ বন্দিকে ফেরত পেল ওমান। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি সোমবারের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।

মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধে এই বন্দিদের ফেরত দেওয়া হয়েছে বলে এর আগে ইয়াহু মেইলের সোমবারের এক খবরে বলা হয়েছে।

দায়িত্ব শেষ করার আগে এটি ওবামার সর্বশেষ প্রতিশ্রুতি। বন্দিদের কারো নাম জানানো হয়নি। – ইয়াহু মেইল ও বিবিসি

২০১৬ সালের জানুয়ারির শুরুতেই ওমানের নাগরিক এ  ক‘জন মুসলিমদের অপরাধী সন্দেহে গ্রেফতার করে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর কারাগার গুয়েতানামো বে কারাগারে বন্দি করা হয়। ২০১৫ সালের জুন মাসে ওমান আরো ৬ জন বন্দিকে ফেরত পেয়েছিল। গত বছরের জানুয়ারিতে  সৌদি আরব ফেরত পেয়েছিল তাদের ৪ জন বন্দিকে। যুক্তরাষ্ট্রে এখনো মুসলমানদের অপরাধী সন্দেহে গ্রেফতার করে এই ভয়াবহ কারাগারে নিক্ষেপ করার অভিযোগ রয়েছে।