‘মনোনয়ন বাণিজ্যের টাকায় আরেকটা পদ্মাসেতু হতো’

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার ‘মনোনয়ন বাণিজ্যের’ অভিযোগ তুলে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মোহাম্মদ নোমান বলেছেন, ওই অর্থ দিয়ে আরেকটি পদ্মা সেতু করা যেত।

রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে লক্ষীপুরের সংসদ সদস্য মোহাম্মদ নোমান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সরকারের সব অর্জন দলটির তৃণমূলের নেতাকর্মীদের অবৈধ উল্লাসে ম্লান হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন।

মোহাম্মদ নোমান বলেন, “ইউপি নির্বাচনের মনোনয়নে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে। এ টাকা দিয়ে একটা পদ্মা সেতু হতো। অর্থমন্ত্রী কেন সেদিকে নজর দিলেন না তা আমি বুঝলাম না।”

বর্তমান সরকারের চ্যালেঞ্জ বহুল প্রত্যাশিত পদ্মা সেতু প্রকল্পটির সর্বশেষ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে ২০১৮ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে সরকার।