বাজারে আসছে ঐতিহাসিক Nokia 3310!

ডেস্ক: মনে আছে সেই নকিয়া ৩৩১০-এর কথা? দেশের বাজারে একসময় একচেটিয়া দাপিয়ে বেড়ানো হ্যান্ডসেট। অভিষেকের ১৭ বছর পর আবার  নতুন রূপে বাজারে এসেছে সেই কই মাছের প্রাণ নোকিয়া 3310. স্পেনের বার্সালোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচন হয়।

এইচএমডি গ্লোবাল কোম্পানির অধীনে নোকিয়া ব্র্যান্ডেই ফোনটি বাজারে আসলো। ফোনটির দাম ধরা হয়েছে ৫৯ পাউন্ড। যারা স্মার্টফোনের ভিড়ে শুধুমাত্র কথা বলা বা ম্যাসেজ পাঠানোর প্রয়োজনে ছোট আকারের মজবুত ও দীর্ঘ ব্যাটারি লাইফের ফোন ব্যবহার করতে চান, তাদের উদ্দেশ্যেই ফোনটি বাজারে আনছে নোকিয়া।

হ্যান্ডসেটটি দেখতে আগেরটার চেয়ে আরো চমকপ্রদ হলেও ফিচারে তেমন পরিবর্তন আনা হয়নি। ২ মেগাপিক্সেল ক্যামেরা আর ৪ ধরণের গেমস ছাড়াও ফোনটির বাড়তি আকর্ষণ হচ্ছে এর ব্যাটারি লাইফ।

একবারের চার্জে ১ মাস স্ট্যান্ডবাই থাকবে। টকটাইম প্রায় ২২ ঘণ্টা। তবে স্মার্টফোনপ্রমীদের জন্য একইদিন নোকিয়ার থ্রি, ফাইভ ও সিক্সের অ্যান্ড্রোয়েড হ্যান্ডসেটগুলো উন্মোচনের কথা রয়েছে।