ভারতে নেতানিয়াহু: প্রটোকল ভেঙে স্বাগত জানালো মোদি

ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাজির হয়ে স্বাগত জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ছয় দিনের সফরে নয়া দিল্লি এসে পৌঁছান নেতানিয়াহু। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

বিমানবন্দরে নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে মোদি আলিঙ্গন করে। ইসরায়েলির প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী সারাও রয়েছে।
নেতানিয়াহুকে ভারতে স্বাগত জানিয়ে মোদি টুইটে লিখেছে, আমার বন্ধু নেতানিয়াহু, ভারতে স্বাগতম! আপনার সফর ঐতিহাসিক ও বিশেষ। আমাদের দেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে।

টুইটটি মোদি ইংরেজি ও হিব্রু ভাষায় পোস্ট করেছে। ভারত সফর নিয়ে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহুও মোদিকে ইসরায়েল ও নিজের বন্ধু বলে আখ্যায়িত করেছে। সফরে দুই নেতা বেশ কিছু ইস্যুতে বিস্তারিত সংলাপে অংশ নেবে।