নেপালে তীব্র শীতে ৫০ জনের মৃত্যু

ডেস্ক: নেপালে গত কয়েকদিনের তীব্র শীত ও শৈত্যপ্রবাহে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ছয়জন।
হিমালয় ঘেঁষা এই দেশটির দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা সব থেকে বেশি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যাদের মধ্যে বেশির ভাগই শিশু। এছাড়া বহু মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। দেশটির দক্ষিণের কয়েকটি জেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

এছাড়া গত সোমবার সাস্কহুওসাবা জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। তীব্র কুয়াশার ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।