কয়লাবোঝাই জাহাজডুবি, উদ্ধার ১১ জন

মোংলা: বাগেরহাটের মোংলা বন্দরে ‘এমভি আইজগাতি’ নামে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ১৬ জনের সবাইকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাজডুবির সময় পাশেই অবস্থান করছিল বসুন্ধরা-৩৭ নামে একটি কোস্টার জাহাজ। বসুন্ধরা-৩৭-এর সদস্যরা সে সময় এগিয়ে গিয়ে ১২ স্টাফ ও চার নিরাপত্তাকর্মীকে উদ্ধার করেন। এ ঘটনায় কোনো নিখোঁজ নেই।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গভীর বঙ্গোপসাগরে অবস্থান নেয় বিদেশি জাহাজ এমভি লেডিমেরি। জাহাজটি থেকে প্রায় এক হাজার টন কয়লাবোঝাই করে এমভি আইজগাতি জাহাজটি শুক্রবার সকালে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে।

পথে বন্দরের ফেয়ারওয়ের ১২ নম্বর বয়া এলাকায় পৌঁছালে তীব্র স্রোতে পড়ে জাহাজটির তলা ফেটে যায়।