সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের উদ্যোগ সন্তোষজনক নয়: রানা দাশগুপ্ত
ঢাকা: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের নেওয়া উদ্যোগ সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত গোলটেবিল বৈঠকে রানা দাশগুপ্ত এ অভিযোগ করেন।
‘এখনো সন্তুষ্ট হওয়ার মতো কোনো অবস্থা আমাদের কাছে মনে হয়নি। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সামগ্রিক সমস্যা বিবেচনায় যথাযথ কার্যকর উদ্যোগ গ্রহণ করুক। আমরা দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।’
মানবাধিকারকর্মী সুলতানা কামাল অবশ্য এর জন্য দায়ী করেছেন সরকারের আমলাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল সহ আরো অনেকে।