জলবায়ু ও শিক্ষায় দেড় হাজার কোটি টাকা ঋণ

ঢাকা: জলবায়ু সংক্রান্ত তথ্য প্রধান এবং কলেজ পর্যায়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দুটো প্রকল্পে ২১৩ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ।

রোববার সংস্থাটির ঢাকা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ৮০ টাকা বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় এক হাজার ৬৬১ কোটি ৪১ লাখ টাকা। ৩ জুন বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় ঋণ প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

দেশের প্রায় ৭২০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলে সংঘটিত জলোচ্ছ্বাসের ফলে জলাবদ্ধতা ও লবণাক্ততার শিকার হয়ে উপকূলীয় নিম্নাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকার লাখ লাখ জনগণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। যথাযথভাবে পূর্বাভাস ও সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে এ সকল প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে মনে করে সরকার।

এজন্য দুর্যোগ পরবর্তী ও পূর্ববর্তী সময়ে আবহাওয়ার সঠিক তথ্য, পানি এবং জলবায়ু সংক্রান্ত সঠিক তথ্যাদিতে অগ্রাধিকার দেওয়া দরকার। সে লক্ষ্যে ‘বাংলাদেশ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিস রিজিওনাল প্রজেক্ট’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্পে প্রথম দিকেই ৮৮৮ কোটি ৪১ লাখ টাকা বা ১১৩ মিলিয়ন ডলার দিতে সম্মত হয় দাতা সংস্থাটি। সংস্থার সর্বশেষ বৈঠকে বিষয়টি অনুমোদন পেয়েছে।

এক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা ছিল সেশনজট। কিন্তু গত কয়েক বছরে সমস্যাটি কেটে উঠছে। সেশনজটের পর এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কলেজ শিক্ষার মানোন্নয়নের প্রতি।