দৈনিক সংগ্রাম থেকে: মুক্তিযোদ্ধাদের খতম করার হুকুম দিয়েছিলো নিজামী

ডেস্ক: দৈনিক সংগ্রাম-এ ১৯৭১ সালের ১৪ নভেম্বর ‘জনতার পার্লামেন্ট’ কলামে ‘বদর দিবস : পাকিস্তান ও আল-বাদর’ শীর্ষক এক নিবন্ধে নিজামী লিখে যে, ‘আমাদের পরম সৌভাগ্যই বলতে হবে। পাক বাহিনীর সহযোগিতায় এদেশের ইসলামপ্রিয় তরুণ ছাত্রসমাজ বদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আল-বাদর বাহিনী গঠন করেছে।’
নিবন্ধে আরো বলা হয়, ‘সেদিন বেশি দূরে নয়, যেদিন আল-বাদরের তরুণ যুবকেরা হিন্দুস্তানের অস্তিত্ব খতম করে সারা বিশ্বে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করবে।’
১৫ সেপ্টেম্বর দৈনিক সংগ্রাম-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করার বিষয়ে নিজামীর নির্দেশনার কথা প্রকাশিত হয়। খবরটি এ রকমÑ যশোর জেলা রেজাকার (‘রাজাকার’দেরকে সংগ্রাম পত্রিকায় ‘রেজাকার’ লেখা হতো) সদর দফতরে সমবেত রেজাকারদের উদ্দেশ্যে জাতির এই সঙ্কটজনক মুহূর্তে প্রত্যেক রেজাকারকে ঈমানদারীর সাথে তাদের উপর অর্পিত এই জাতীয় কর্তব্যে সচেতন হওয়ার’ আহ্বান জানিয়ে নিজামী বলে যে, ‘ঐ সকল ব্যক্তিকে খতম করতে হবে; যারা সশস্ত্র অবস্থায় পাকিস্তান ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
নিজামীর কাছে পাকিস্তান ছিল ‘আল্লাহর প্রিয় ভূমি’। একাত্তরে চট্টগ্রামে এক আলোচনা সভায় সে বলে যে, ‘আল্লাহ তার প্রিয়ভূমি পাকিস্তানকে রক্ষা করার জন্যে ঈমানদার মুসলমানদের উপর দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু মুসলমানেরা যখন রাজনৈতিক সমস্যা মোকাবিলা রাজনৈতিক পন্থায় করতে ব্যর্থ হলো, তখন আল্লাহ সেনাবাহিনীর মাধ্যমে তার প্রিয়ভূমির হেফাজত করেছেন।’ (দৈনিক সংগ্রাম, ৪ আগস্ট ১৯৭১)