ইতালিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়া অঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন তাদের জন্য জরুরী রক্ত সরবরাহের আহ্বান জানিয়েছে।

বিবিসি তার প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত সকলকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সামান্য আহত যারা ছিল তাদের চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবারের এই দুর্ঘটনায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। পুগলিয়া অঞ্চলের কোরাটো এবং আন্দ্রিয়া এই দুই ছোট শহরকে সংযোগকারী একই লাইনে ট্রেন দুটি চলার ফলে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় হাসপাতালে রক্তদাতাদের রক্ত দান করার জন্য কর্তৃপক্ষ আবেদন জানিয়েছে।

সাম্প্রতিক বছরের মধ্যে ইতালির সবচে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে সরকার এই ঘটনার পূর্ণ তদন্তের অঙ্গীকার করেছে।

এদিকে ট্রেন দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইতালির প্রধানমন্ত্রী রেঞ্জি। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।