ঈদে ৬০ হাজার বাংলাদেশীকে ভারতীয় ভিসা দেয়া হবে

ঢাকা: ভারতীয় পর্যটন ও সংস্কৃতিতে বাংলাদেশীদের অর্ন্তভুক্ত করার বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় হাই কমিশনার। এ বিষয়ে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছে, চলতি ঈদ ভিসা ক্যাম্পে বাংলাদেশের ৫০ থেকে ৬০ হাজার লোককে এক বছরের জন্য ভারতের মাল্টিপল ভিসা দেয়া হচ্ছে।

সোমবার সকালে বারিধারায় ভারতের নতুন চ্যান্সেরি ভবনে সে এ তথ্য জানায়।

ভারতের হাইকমিশনার জানায়, এখন যে ঈদ ভিসা ক্যাম্পটি চলছে, আগামী কয়েক মাসের মধ্যে এ ধরনের আরেকটি ভিসা ক্যাম্পের আয়োজন করা হবে। এটি ঢাকার বাইরে করার চিন্তাভাবনা আছে।

৪ জুন থেকে শুরু হওয়া এ ভিসা ক্যাম্প ১৬ জুন পর্যন্ত চলবে।

ভারতের ভিসা প্রার্থীরা ই-টোকেন বা পূর্বনির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ঈদ ভিসা ক্যাম্প থেকে ভিসা সংগ্রহ করতে পারছেন।