ভারতে বোরকার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাম্প্রদায়িক আন্দোলন

ডেস্ক: পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলিম বিরোধী নানা নীপিড়নের ধারাবাহিকতায় এবার যোগ হলো বোরকা বিরোধী আন্দোলন। ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলমান ছাত্রীদের বোরকা পড়ার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে হিন্দু শিক্ষার্থীরা। এ নিয়ে ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদনও হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কর্ণাটক রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীরা গলায় জাফরানি রঙের মাফলার পরে বোরকার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে।

উল্লেখ্য, জাফরানি রঙ্গ উগ্রহিন্দুদের ধর্মীয় প্রতীক। কট্টর হিন্দুরা তাদের কট্টর সাম্প্রদায়িক মনোভাব প্রকাশের জন্য মাথায়, গলায় এ রঙের কাপড় ও হাতে সুতা ব্যবহার করে।

রাজ্যের প্রায় কলেজ বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের দাবি, মুসলিম শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরা নিষিদ্ধ করা হোক।
মূলত গত সপ্তাহে কর্ণাটকের শহরের মেঙ্গুরে একটি ফার্মেসি কলেজে প্রথমবর্ষের শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ করা হয়। এর প্রতিবাদে মুসলিম শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় কলেজ কর্তৃপক্ষ। ফলে পুনরায় বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য হিন্দু শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এখন এ আন্দোলন প্রায় কলেজে ছড়িয়ে পড়েছে।