ভারতে হিন্দু জনসংখ্যা কমছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক: ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজেজু জানিয়েছে, দেশটিতে হিন্দু জনসংখ্যা কমছে। এর নেপথ্য কারণ হিসেবে হিন্দু ধর্মে ধর্মান্তরের সুযোগ না থাকার কথা জানিয়েছে সে।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের মাধ্যমে পোষ্টকৃত এক টুইটে এই মন্তব্য করে সে। হিন্দুরা অন্য ধর্মের মানুষকে ধর্মন্তারিত না করার কারণেই তাদের সংখ্যা কমছে বলে জানায় সে।

টুইটার পোস্টে কিরণ লেখে, ‘ভারতে হিন্দু জনসংখ্যা কমছে কারণ হিন্দুরা ধর্মান্তরিত করে না। আশপাশের দেশগুলোর চাইতে আমাদের দেশে সংখ্যালঘুর পরিমাণ বাড়ছে।’
তবে ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরোধী দলের নেতাদের দাবি, আসন্ন ভোটে অরুণাচল প্রদেশের সংখ্যালঘুদের ভোট নিজের পক্ষে আনতেই এমন বক্তব্য দিচ্ছে সে।