অবৈধ অস্ত্র ঢুকছে, সীমান্তে অস্ত্রসহ আটক তিন
হিলি: দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সীমান্তের সিপি রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন বগুড়া শেরপুরের শুভ দাস (২৪), বগুড়ার গোবিন্দ দাশ (২৩) এবং হিলির রেল কলোনির লিটন (২৫)।
জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর এম আশরাফ আলী জানান, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে রংপুরের পরিচয় দিয়ে অপু শেখ (২৮) ও চৈতন্য শেখ (৩০) নামে দুই ব্যক্তি হিলি সীমান্তের সিপি রোডের হিলি আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষ ভাড়া নেন। এরপর তাঁরা হোটেলের বাথরুমে কাপড়ের একটি কালো ব্যাগ রেখে সন্ধ্যা ৬টার দিকে ইফতার করার কথা বলে বাইরে বের হন।
হোটেলের বাথরুমে নাশকতার উদ্দেশে অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্য, ককটেলসহ বোমা সদৃশ্য কিছু বস্তু মজুদ করা হয়েছে এমন খবরের ভিত্তিতে ওই দিন রাত ৮টার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, আটটি তাজা ককটেল, এক কেজি গানপাউডার, দুটি চাপাতি, চারটি চায়নিজ কুড়াল, ৫০ হাজার ভারতীয় রুপি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পরে বিভিন্ন জায়গা থেকে তিনজনকে আটক করা হয়।
এদিকে আটককৃতরা নিজেদের নির্দোষ দাবি করে জানান, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না।