গুলশানে উদ্ধার অভিযান শুরু, গুলিবিদ্ধ আটক ১
ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে যৌথ বাহিনীর চূড়ান্ত অভিযানের শুরুতে গুলিবিদ্ধ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
শনিবার (০২ জুলাই) ভোররাত ৪টার দিকে তাকে বের করে আনা হয়। তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন, তার বুকে বা পেটে গুলি লেগেছে পুলিশ সূত্রে জানা যায়। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
রাত থেকেই পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াত ও নৌ-বাহিনীর কমান্ডোদের সমন্বয়ে এ অভিযানের প্রস্তুতি শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছে নৌবাহিনীর একটি কমান্ডো দল; ভোর হওয়ার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টির মধ্যে পুলিশ ও র্যাব সদস্যরা ওই ভবনের আশপাশের পুরো এলাকা ঘিরে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছেন।