গুলশানে হামলা: প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিযান যে কোন সময়

ঢাকা: গুলশানের রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় উদ্ধার অভিযানের প্রস্তুতি শেষ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো সময় অভিযান শুরু হতে পারে। রাত থেকেই পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াত ও নৌ-বাহিনীর কমান্ডোদের সমন্বয়ে এ অভিযানের প্রস্তুতি শুরু হয়।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছে নৌবাহিনীর একটি কমান্ডো দল; ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টির মধ্যে পুলিশ ও র‌্যাব সদস্যরা ওই ভবনের আশপাশের পুরো এলাকা ঘিরে অবস্থান নিয়েছেন।

অভিযান চালানো হলে কখন, কীভাবে তা চালানো হবে- নিরাপত্তার স্বার্থে সে বিষয়ে কোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা প্রকাশ করছেন না।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক, র‌্যাব প্রধান বেনজীর আহমেদসহ বিভিন্ন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা শনিবার প্রথম প্রহরের পর কয়েক ঘণ্টা সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

ওই বৈঠক শেষে পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থলে ফেরার পর ভোর ৫টার দিকে হ্যান্ড মাইকে সাধারণ পোশাকের সবাইকে সেখান থেকে সরে যেতে বলা হয়।

“গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে যারা সাদা পোশাকে সেখানে আছেন, তাদের সবাইকে বাহিনীর ভেস্ট পড়তে নির্দেশ দেওয়া হয়েছে।”