জিপিএ-৫ বেড়েছে এসএসসিতে, কমেছে মাদ্রাসা ও কারিগরিতে

এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। অপরদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

এ বছর এসএসসিতে ১৪ লাখ ২২ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেন ১১ লাখ ৫৫ হাজার ৬৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯৭ হাজার ৯৬৪ জন। গত বছরের চেয়ে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ হাজার ১৯৫ জন।

গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ২৮৪ জন। পাস করেছিলেন ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন। জিপিএ-৫ পেয়েছিলেন ৯৬ হাজার ৭৬৯ জন।

এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে ২ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ১ লাখ ৯৩ হাজার ৫১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬১০ জন। গত বারের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২৮৫ জন।

গত বছর দাখিল পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ জন। পাস করেছিলেন ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন। জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৮৯৫ জন।

কারিগরি বোর্ডের অধীনে এ বছর ১ লাখ ৬ হাজার ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ৮৩ হাজার ৬০৩ জন। জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ১৮৭ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৯১০ জন।

এ বোর্ডে গত বছর পরীক্ষার্থী ছিলেন ৯৮ হাজার ৫৮১ জন। পাস করেছিলেন ৮১ হাজার ৯২৮ জন। জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৯৭ জন।