সাধারণ জনগণ এখন আর দলীয় সমাবেশে আসেন না: সেতুমন্ত্রী

লক্ষ্মীপুর: সড়ক পরিবহন ও সেতমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ এখন আর কোনো দলীয় সভা-সমাবেশে আসেন না।

শুক্রবার লক্ষ্মীপুর সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, শব্দবোমা ফাটিয়ে সম্প্রাদায়িক শক্তি ও উগ্রবাদীদের দমন করা সম্ভব নয়। অস্ত্র বলেন, অর্থ বলেন, সাংগঠনিক শক্তি বলেন- উগ্রবাদীদের এ সবাই আছে। তাদের দমন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, আমি কখনো লুকাচরি করিনি। যা সত্য তাহা বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, সারা দেশে শত শত স্কুল-মাদরাসায় জাতীয় সংগীত গাওয়া হয় না। উঠানো হয় না জাতীয় পতাকা। বরং ছাত্র-ছাত্রীদের জাতীয় সংগীত বাদ দিয়ে ইসলামী গজল গাওয়ানো হয়। এটি কোনোভাবে মেনে নেয়া যায় না।

এসব বিষয়ে খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কংকন চাকমা, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।