মসজিদ নির্মাণে বাধা, প্রতিবাদে জুমার নামাযে মানুষের ঢল (ভিডিও)

ঢাকা: গেন্ডারিয়া থানাধীন মিল ব্যারাক কালী চরণ সাহা রোডে নির্মিত একটি মসজিটিতে বাধা প্রদান করেছিলো কিছু সংখ্যক। খবরটি ছড়িয়ে পড়লে অনলাইনে তীব্র সমালোচনার সৃষ্টি হয় এবং এর প্রতিবাদে গণমানুষ ক্ষোভ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিন্দুদের বাধা দেয়ার প্রতিবাদে সেই মসজিদে আনুষ্ঠানিকতার সাথে জুমুয়ার নামায পড়ার আহ্বান জানিয়ে একটি ইভেন্ট খুলে RadioMuslim.Com নামক একটি আইডি ।

ইভেন্টের বিবরণে লেখা হয়েছে, “গেন্ডারিয়ার কাপড়িয়া নগর জামে মসজিদ উচ্ছেদ করতে সেখানকার হিন্দুরা উঠেপড়ে লেগেছে। এর প্রতিবাদে আসছে ১লা জুলাই দলে দলে এই মসজিদে জুম্মার নামায আদায় করা হবে।”

সেই ইভেন্টটিতে জুমুয়ার দিন পর্যন্ত ২,৭০০ জন আগ্রহ প্রকাশ করেছেন, ১,৬০০ মানুষ ‘গোয়িং’ দিয়েছেন।

বাস্তবেও, সেই মসজিদে জুমার নামায আদায় করতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লির সমবেত হতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে র‌্যাব ও পুলিশের গাড়িও যায়।

ভিডিও: