ফেসবুকে আসছে টাকা কামানোর সুযোগ!
নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: ঘরে বসে টাকা কামানোর মজাই আলাদা। আপনি চাকরি-ব্যবসা-পড়াশোনা যা’ই করেন না কেন, ঘরে বসে ফেসবুকে পোস্ট দিয়ে টাকা কামানোর মওকা পাবেন ফেসবুক দিয়ে। হ্যা! তবে তার জন্য ফেসবুকে আপনাকে জনপ্রিয় হতে হবে। জনপ্রিয়তা কাজে লাগিয়ে ফেসবুক থেকে অর্থ আয়ের এ সুযোগ পাওয়া যাবে। শিগগিরই এ নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের একটি ফিচার ফেসবুকে দেখা যাবে।
সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ একটি জরিপ চালিয়েছে, যাতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ফেসবুকে ভেরিফায়েড ব্যবহারকারীদের জন্য অর্থ আয়ের একটি ফিচার চালু করতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
আইএএনএসের এক প্রতিবেদনে জানানো হয়, ফেসবুকের নতুন ফিচার ব্যবহার করে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে পোস্ট দেওয়া হবে, এতে ‘টিপ জার’ যুক্ত করতে পারবেন ব্যবহারকারী। ওই টিপ জারে পাঠকদের অর্থ দান করার জন্য অনুরোধ করা যাবে।
এখনই সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য ফেসবুকে পোস্ট দিয়ে অর্থ আয়ের কোনো সুযোগ রাখছে না ফেসবুক। তাদের এই ফিচারটি অনেকটাই ইউটিউবে ভিডিও পোস্টের মতো, যেখানে সফল ভিডিও নির্মাতারা বিজ্ঞাপন বাবদ প্রচুর অর্থ আয় করার সুযোগ পান।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেসবুক পোস্ট থেকে অর্থ আয় করার সুযোগ সৃষ্টির বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু ফেসবুকের সহযোগীদের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থ আয়ের মডেল দাঁড় করানোর বিষয়ে অঙ্গীকারবদ্ধ। বর্তমানে তাদের কাছ থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি।
বিশ্ব অর্থনীতিতে যখন মঙ্গার প্রাদুর্ভাব, একসময়কার মহা প্রতাপশালী দেশগুলোতে যখন অর্থনৈতিক মন্দার প্রভাব বিস্তার করছে তখন ফেসবুকের এই টাকা কামানোর সুযোগ অনেকের জন্য সুখবর বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।