সবচেয়ে দূষিত নগরী ঢাকা!

ঢাকা: আবারো দূষিত নগরীর তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। গত ২৫ ফেব্রুয়ারি ‘এয়ার কোয়ালিটি ইনডেক্সে’ ঢাকার অবস্থান ছিল ২৯৫। এ অবস্থার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। পৃথিবীর বিভিন্ন শহরের এবং দেশের বাতাসের পরিচ্ছন্নতা নির্ণয়ের জন্য এই ইনডেক্স প্রতিষ্ঠা করা হয়েছে।

ঢাকার ঠিক পরেই অবস্থান করছে নেপালের রাজধানী কাঠমন্ডু এবং আফগানিস্থানের রাজধানী কাবুল। কাঠমন্ডুর অবস্থান ছিল, ২১৬ এবং কাবুলের অবস্থান ছিল, ১৯৯।
বাংলাদেশের রাজধানী ঢাকা বহুদিন ধরেই বাযুদূষনের সমস্যায় ভূগছে। ইট ভাটা, অধিক সালফার যুক্ত জ্বালানী চালিত গাড়ি এবং ব্যাপক নির্মানযজ্ঞের কারণে এই মেগাসিটির বাতাস প্রতিনিয়ত দূষিত হচ্ছে। শুষ্ক মৌসুমে ঢাকার বাযু দূষণ ব্যাপক হারে বেড়ে যায়। বর্ষাকালে তা কমে যায়। বিশেষজ্ঞরা মনে করছে বর্তমান অবস্থা অনেক ভয়ঙ্কর। বাযুদূষণ বাংলাদেশে মৃত্যুর ৫ম বৃহত্তম কারণ।