বজ্রপাত: দুই শিশু সারা দেশে নিহত ১০

আরো দুই-তিনদিন বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা থাকবে

ঢাকা: বজ্রপাতে দেশের ৬ জেলায় দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। রংপুর, মেহেরপুর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় পৃথক বজ্রপাতে এই নিহতের ঘটনা ঘটে।

বিভিন্ন জেলা থেকে সাংবাদিকদের পাঠানো তথ্যে বজ্রপাতে নিহতের ঘটনার বিবরণ

রংপুর: রংপুরে বজ্রপাতের ঘটনায় শিশুসহ মোট ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার পৃথক বজ্রপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্ষা ইউনিয়নে মনির উদ্দিন (৫৫), শাকিল (১৫)  নামে দুইজনের মৃত্যু হয়েছে বলেন জানান পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি।

অপরদিকে জেলার পীরগাছা উপজেলার বড়দগাহ এলাকায় তিনবু চন্দ্র বর্মণ (১২) ও বিজয় চন্দ্র বর্মণ (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়। উপজেলার খরখরিরহাট গ্রামের বাদল চন্দ্র বর্মণের ছেলে তিনবু ও একই এলাকার দীলিপ চন্দ্র বর্মণের ছেলে বিজয়।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে বজ্রপাতে আয়েমা খাতুন (৩৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার  বিকেল ৪টার দিকে দুর্ঘটনা ঘটে। আয়োমা খাতুন গাঁড়াবাড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার কৃষক কালু শেখের ছেলে।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বজ্রপাতে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নুনদহ সমসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শরিফুল ইসলাম ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর মণ্ডল গ্রামে বজ্রপাতে মো. সজিব হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি চর রুহিতা এলাকার আবুল হাসেমের ছেলে।

শেরপুর: শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে জ্যোছনা মিয়া (৫৫) নামে একজন ও নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামের মিয়া হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শুক্রবার সকালে বিলে মাছ ধরতে গিয়ে আলম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলম উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের আবদুল বারেকের ছেলে।