চট্টগ্রামে গরু কোরবানিতে বাধা, গর্দান কেটে নেয়ার হুমকি, থানায় অভিযোগ

চট্টগ্রাম: বন্দর নগরী চট্টগ্রামে হালিশহর থানায় মুসলমানদের গরু কোরবানি বাধা দিয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। হালিশহর থানার আচার্য পাড়ায় ঈদের দিন সকাল ১০টা এই ঘটনা ঘটে। ভূক্তভোগীরা জানায়- ঈদের দিন তারা গরু কোরবানি করতে গেলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আশীষ কুমার নাথ, শান্তুনু কুমার, বেনু কুমার, কানু আচার্য সহ স্থানীয় হিন্দুরা মুসলমানদের হুমকি দিয়েছে। হুমকি দিয়ে তারা বলেছে- “এ এলাকা আমাদের বাপ দাদার, এ এলাকায় গরু জবাই হলে গর্দান ফেলে দেয়া হবে”।

হিন্দু সম্প্রদায়ের হুমকির পর আচার্য পাড়ার মুসলিম পরিবারসমূহ আতঙ্কের মধ্যে রয়েছে। এ ব্যাপারে আজ (১৫/০৯/২০১৬) সন্ধ্যা ৬টার সময় ভূক্তভোগী মুসলিম পরিবারের পক্ষ হতে মোহাম্মদ মোজাম্মেল হাওলাদার (৬৫) হালিশহর থানায় লিখিত অভিযোগ (অভিযোগ নম্বর-১৫৯৯/১৬) দায়ের করেন।

অভিযোগে মোহাম্মদ মোজাম্মেল হাওলাদার বলেন, ঈদের দিন সকাল ১০টায় আশীষ কুমার নাথ, শান্তুনু কুমার, বেনু কুমার, কানু আচার্য তাদের সরকারি রাস্তায় গরু জবাই করতে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে গরু জবাই করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।  হিন্দু সম্প্রদায়ের লোকজন বলে- রাস্তা তাদের, সেখানে গরু জবাই করা যাবে না।

এদিকে এলাকাবাসী জানান, প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও তাৎক্ষণিক এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী, এমনকি জিডি নিতেও রাজী হয়নি থানা পুলিশ। এ ব্যাপারে হিন্দু সম্প্রাদায়ের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা কোন বক্তব্য দিতে রাজী হননি।

14315452_1840350026195290_841560922_o

ছবি: থানায় অভিয়োগ কপি (অভিযোগ নং-১৫৯৯/১৬)