চীনে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত ১৮০

ডেস্ক: চীনে গত কয়েকদিনের প্রবল বর্ষণে নদী উপচে ভেসে গেছে বসতবাড়ি, রাস্তা, যানবাহন। দুর্যোগের মুখে লাখো মানুষ। চীনের ইয়াংজি নদী প্লাবিত হয়ে এখন পর্যন্ত ১৮০ জন মানুষ নিহত হয়েছেন, নিখোঁজ এখনো অনেকেই।

বিবিসির খবরে বলা হয়, দক্ষিণ ও মধ্য চীনের বেশ কয়েকটি প্রদেশে ২০ সে.মি. থেকে ৫০ সে.মি. বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়ায় প্রায় ১৬শ কিমি জায়গা এখন পানির নিচে।

নিহতের পাশাপাশি ৪৫ জন এখনো নিখোঁজ। বন্যায় প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। রাস্তাঘাট তলিয়েছে, এমনকি রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের বুধবার পর্যন্ত চীনের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণ অব্যহত থাকবে।