ব্যবসা গুটিয়ে নিচ্ছে শেভরন

ঢাকা: বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুল বিতর্কিত মার্কিন কোম্পানি শেভরন। তাদের অধীনে থাকা তিনটি গ্যাস ক্ষেত্র কিনে নিতে অনীহা জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা। যার কারনে গ্যাসক্ষেত্রগুলো পরিচালনা করতে চীনের একটি কোম্পানির সাথে চুক্তি করেছে শেভরন।

২০০৫ সালে বাংলাদেশে কাজ শুরু করে মার্কিন কোম্পানি শেভরন। বর্তমানে তারা পরিচালনা করছে বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসফিল্ড। যেখান থেকে আসে দেশের মোট গ্যাসের ৫৫ শতাংশ। সম্প্রতি কোম্পানিটি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার কথা জানালে তাদের কাছ থেকে গ্যাসফিল্ড কিনে নেয়ার কথা জানায় সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা। তবে এখন এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নাসরুল হামিদ জানায়, ‘যে পরিমাণ টাকা শেভরনকে দিতে হবে সেই টাকা দিয়ে ভবিষ্যতের জন্য যে রিজার্ভ আছে তা দিয়ে আমরা লাভবান হবো কিনা সেটা বের করা দরকার’।

বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার ১৯৭৫ সালের ৯ আগস্ট সেলওয়েল কোম্পানির কাছ থেকে তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, বাখরাবাদ ও কৈলাশটিলা গ্যাসফিল্ড কিনে নেয়। কিন্তু এরপর যত সরকার এসেছে তারা দেশের গ্যাসখাতের কাজ তুলে দিয়েছে বিদেশি কোম্পানির কাছে।

বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, ‘গ্যাসফিল্ডগুলোর দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে গেলে আমরা স্বাধীনতা পরবর্তী সরকারের চেতনার সাথে এই সরকারের চেতনার কোন মিল খুঁজে পাওয়া যাবে না। আদর্শের জায়গা থেকে যেভাবে সরে যাচ্ছে তাহলে পরবর্তীতেও এই ধারাবাহিকতার রক্ষা হবে’।