বাংলাদেশি রাখালকে নির্যাতন করে হত্যা করলো বিএসএফ

নিউজ নাইন২৪ডটকম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের নির্যাতনে আব্দুল বারেক নামের এক গরুর রাখাল (ডাঙ্গালু) মৃত্যু ঘটেছে। নিহত আব্দুল বারেক (৩৫) উত্তর ধলডাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে।

বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ারচর সীমান্তে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে কে বা কাহারা আব্দুল বারেককে ফোন করে গরু আনতে ভারতে যেতে বলে। কিছুক্ষণ পরে স্থানীয় কয়েকজনসহ সে ভারতের অভ্যন্তরে চলে যায়।

বুধবার ভোর ছয়টার দিকে আব্দুল বারেক দৌড়ে কাজিয়ারচর সীমান্তের পাশ্ববর্তী ভাইয়ের বাড়িতে এসে পানি খেতে চাইলে তাকে পানি দেয়ার পরপরই সে মাটিয়ে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি এসে আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।

পরে সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বিজিবি জানায়, বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হলে তারা এসে নির্যাতনের কথা অস্বীকার করেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম বলেন, মৃতদেহের বুকসহ কয়েকটি স্থানে আঘাদের চিহ্ন পাওয়া গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।