বাংলাদেশ ভারত নিয়ন্ত্রিত ভোটারবিহীন একটি দেশ: জাফরুল্লাহ

ঢাকা: পুলিশ হেফাজতে অপরাধীদের বন্দুকযুদ্ধে ‍নিহতের সমালোচনা করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেছেন, সবসময় একটা আতঙ্কে থাকি। এমন একটা দেশে আছি যেখানে পুলিশ হেফাজতে বন্দুকযুদ্ধে অপরাধী নিহত হয়।
রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
সদ্য প্রয়াত পরিবেশ বিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সফিউল্লার স্মৃতি স্মরণে এ সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বাংলাদেশের সরকার আছে অথচ নিয়ন্ত্রণ করছে ভারত। সোজা কথায়, বাংলাদেশ ভারত নিয়ন্ত্রিত ভোটারবিহীন একটা দেশ।’
প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের ব্যয় ২০০ কোটি টাকা কমানো প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রীর বয়স হলেও একটা বিষয় বুঝতে পেরেছেন, যেখানে নির্বাচন হয় না সেখানে পয়সা খরচ করে কী লাভ?
ড. সৈয়দ সফিউল্লার স্মৃতিচারণ করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, তিনি মানুষের কল্যাণে বিজ্ঞান চর্চা করতেন। যা এখন হয় না। এখন বিজ্ঞান চর্চা হয় মানবসভ্যতা ধ্বংসের জন্য।
নতুন প্রজন্মের বিজ্ঞানীদেরকে সৈয়দ সফিউল্লার মত দেশীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবিলায় গবেষণা করার আহ্বান জানান তিনি।
ড. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মোস্তফা জামান হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসীম উদ্দিন আহমদ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটি এম নূরুল আমিন, হায়দার আকবর খান রনো প্রমুখ।