সন্ত্রাস দমনে বাংলাদেশের সক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত: হাসিনা

ঢাকা: সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমরা যেভাবে সন্ত্রাসের মোকাবেলা করেছি অনেক রাষ্ট্র, সরকার প্রধানরা তার প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

গুলশান হামলাসহ সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী হামলার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, একের পর এক সমস্যা এসেছে, আমরা তা মোকাবেলা করতে সক্ষম হয়েছি বলে বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত।

সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এদেশে সন্ত্রাসের স্থান হবে না। বাংলাদেশ হবে শান্তির দেশ, বাংলাদেশ হবে উন্নত দেশ।

আধুনিক প্রযুক্তি সঙ্গে সন্ত্রাসের ধরণ পাল্টেছে উল্লেখ করে তিনি বলেন, ধ্বংসাত্মক কার্যকলাপেও আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর হতে হবে।

এসময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে আমরা সন্ত্রাসের মোকাবেলা করবো।

প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের ত্যাগ, কর্তব্যপরায়ণতা, পরিশ্রম ও দক্ষতার প্রশংসা করেন।