কমিটিতে বাম-ডান চিহ্নিত করা সুবিচার হবে না: ওবায়দুল

আওয়ামী লীগ

ঢাকা: এবারের কমিটিতে বাম-ডান চিহ্নিত করা সুবিচার হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কমিটিতে বামদের প্রাধান্য দেয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “এখানে বাম-ডানের বিষয় নয়। মতিয়া চৌধুরী ১৯৮০ সালে আওয়ামী লীগে যোগ দিয়েছেন—প্রায় ৩৬ বছর। এখনো তাকে আমরা বাম বলব? এত দিন পরে তাদের বাম-ডানে চিহ্নিত করা সুবিচার হবে না।”
তিনি বলেন, “দলে অনেক পরিবর্তন আসছে। যারা জনগণের সঙ্গে আচরণ খারাপ করবে, যাদের অপকর্মের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন নিয়ে প্রশ্ন থাকবে।”

ওবায়দুল কাদের বলেন, “কমিটিতে আরো নতুন মুখ আসবে। নতুন রক্ত সঞ্চালনও এখানে থাকবে।”
দলের নতুন কর্মপরিধি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “প্রতিদিন কাজের গতি আমরা বাড়াব। এটা শুধু ঢাকায় নয়, তৃণমূল পর্যন্ত হবে। আপাতত লক্ষ্য পরবর্তী নির্বাচন।”

ওবায়দুল কাদের বলেন, “২০২১ সালের মধ্যে উন্নয়ন-অর্জনের ধারাকে অব্যাহত রাখা এবং এই মুহূর্তে আমাদের প্রকাশ্যে কোনো শত্রুতা করার মতো প্রতিপক্ষ খুবই দুর্বল। এখনো আমরা মনে করি, আমাদের গোপন শত্রু হলো উগ্রবাদ। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।”