মঙ্গল শোভাযাত্রা বাতিল ঘোষণা করলো আওয়ামী লীগ
ঢাকা: পহেলা বৈশাখে আওয়ামী লীগের শোভাযাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণের যাতে ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য শোভাযাত্রা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে শোভাযাত্রা না করার এই সিদ্ধান্ত হয়। বুধবার দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।