জামাত ছাড়লে বিএনপি’র সঙ্গে ঐক্য করবে আ’লীগ!
নিজস্ব প্রতিবেদক: জামাতকে বাদ দিয়ে জাতির কাছে ক্ষমা চাইলে বিএনপির সঙ্গে ঐক্যের চিন্তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র নাসিম। রোববার বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। সন্ত্রাসবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দলের নেতাকর্মীরা।
নাসিম বলেন, ‘আপনারা (বিএনপি) ঐক্য চান, ঐক্য হবে। সাহস থাকলে আগে জাতির কাছে ক্ষমা চেয়ে ঘোষণা দিন, জামাত আপনাদের সঙ্গে থাকবে না। তাহলে আমরা চিন্তা করে দেখবো।’
মানববন্ধন কর্মসূচি থেকে সারাদেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় গুপ্তহত্যার প্রতিরোধে গড়ে তোলার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘সন্ত্রাসবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে সারাদেশের মানববন্ধনের অংশ হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ। আর দেশের সন্ত্রাসবাদ ও গুপ্তহত্যার প্রতিরোধের জন্য দেশের প্রগতিশীল সব শক্তিকে এগিয়ে আসতে হবে। গুপ্তহত্যাকারীদের প্রতিরোধ করতে সারাদেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন।’
সারাদেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় গুপ্তহত্যার প্রতিরোধ গড়ে তুলার জন্য ১৫ থেকে ২১ জুলাই প্রতিবাদ সপ্তাহ পালনের আহ্বান জানান।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আজকের এ মানববন্ধনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে মাদারীপুরের শিক্ষক হত্যাচেষ্টাকারী ফাহিমকে যেভাবে ধরিয়ে দেয়া হয়েছে সেভাবে সারাদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘সারাদেশে যেভাবে পুরোহিত, ধর্মযাজক, মসজিদের ইমাম, লেখক, ব্লগারসহ বিভিন্ন কায়দায় গুপ্তহত্যা করা হচ্ছে এর মধ্য দিয়ে দেশকে সা¤প্রদায়ীকরণের চেষ্টা চলছে। এদেরকে কোনো ধরনের সুযোগ না দিয়ে প্রতিরোধ গড়ে তুলুন।’
জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, ‘আগুন সন্ত্রাসের পর এবার খালেদার মদদে সারাদেশে গুপ্তহত্যা চালানো হচ্ছে। এদের বিরুদ্ধে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলতে হবে।’