অস্ট্রিয়ায় গণপরিবহণে বোরকা পরলে ১৫০ ইউরো জরিমানা

ডেস্ক : এমন সামপ্রদায়িক আইনের পক্ষে ভোট দিয়েছে অস্ট্রীয়র কট্টরপন্থী সাংসদরা৷ ফলে অক্টোবর থেকে সে দেশে জনসম্মুখে বোরকা ও নেকাব পরিহিতাদের জরিমানা করতে পারবে পুলিশ৷

গত মঙ্গলবার রাতে অস্ট্রিয়ার দুই শাসক দলই নতুন এই মুসলিম বিরোধী আইনের প্রতি সমর্থন জানিয়েছে৷ ফলে বিশ্ববিদ্যালয়, আদালত কিংবা গণপরিবহণে সম্ভ্রান্ত নারীরা পুরো মুখ ঢাকা পোশাক পরতে পারবেন না৷নতুন এই আইন কতজনকে প্রভাবিত করবে তা এখনো নিশ্চিত নয়৷

অস্ট্রিয়ায় চরম ডানপন্থি দলের জনপ্রিয়তা বাড়ায় দেশটির মূলধারার রাজনৈতিক দলগুলো ব্যাপক চাপে পড়েছে৷ ডানপন্থি ওই দলটি ইতিমধ্যে বলেছে, মঙ্গলবার যে আইন পাস করা হয়েছে তা ততটা কঠোর নয়৷

একই আইনে আশ্রয়প্রার্থীদের বিনা বেতনে সরকারি কাজ করার বিধান রাখা হয়েছে৷ এর ফলে তারা ভবিষ্যতে চাকরির বাজারে ভালো করতে পারবেন বলে আশা করা হচ্ছে৷ যারা এই কাজ করতে অস্বীকার করবেন তাদের সামাজিক ভাতা কমিয়ে দেয়া হবে৷

এছাড়া যেসব অভিবাসীদের অস্ট্রিয়ায় দীর্ঘদিন থাকার সম্ভাবনা আছে তাদের জন্য ১২ মাসের ইন্টিগ্রেশন কোর্সের প্রস্তাব করা হয়েছে৷ এর আওতায় জার্মান ভাষা শিক্ষার পাশাপাশি নীতি ও মূল্যবোধ শেখানো হবে৷ চাকরির আবেদন কীভাবে করা যাবে তা-ও শেখানো হবে আশ্রয়প্রার্থীদের৷

এই কোর্সের কারণে অভিবাসীরা অস্ট্রীয় সমাজে ভালোভাবে ‘ইন্টিগ্রেটেড’, অর্থাৎ সমাজের সঙ্গে একাত্ম বা সম্পৃক্ত হতে পারবেন বলে মনে করছে অস্ট্রিয়ার চ্যান্সেলর দপ্তরের প্রতিমন্ত্রী মুনা ডুৎসডার৷-ডিডব্লিউ