দাবানল: অস্ট্রেলিয়ার আকাশে এখন অদ্ভুত রং

ডেস্ক: অস্ট্রেলিয়ার পার্থের আকাশ এখন নীলের বদলে হলুদ বর্ণ ধারণ করেছে। আকাশের অদ্ভুত এই রংয়ের ফলে গোটা শহরই যেন ভিন্ন রূপ নিয়েছে। অবশ্য এই রং এর পেছনে কারণ হিসেবে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ।

তীব্র তাপদাহের কারণে শহরের উপকণ্ঠের বনভূমি এখন জ্বলছে। দাবানল এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে, সৃষ্ট ধোঁয়া শহরের আকাশের রং পাল্টে দিয়েছে।

দাবানলের কারণে বাতাসে প্রচুর পরিমাণ ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফলে দিনের সময়টাতে অদ্ভুত এক পরিবেশের সৃষ্টি হয়েছে। এমন দৃশ্য শহরের মানুষ খুব একটা দেখেনি!

দাবানল নেভাতে দেড় শতাধিক কর্মী কাজ করলেও খুব একটা কাজ হচ্ছে না। কর্তৃপক্ষ বলছে, বনের প্রায় তিন হাজার একর এলাকা আগুনে জ্বলছে।

দাবানল ভয়াবহ আকার নিলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্যোগটি শহরের উপকন্ঠে হওয়ায় বাসিন্দারা বেশ সতর্ক রয়েছে।

আকাশ অদ্ভুত রঙে রাঙালেও কাঠ পোড়া ছাই এখন বাতাসে ভাসছে। ফলে পথে যারা বের হচ্ছে তাদের মুখে মাস্ক এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে সবচেয়ে উত্তপ্ত সময় কাটাতে হচ্ছে অস্ট্রেলিয়াবাসীকে। একদিকে যখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের মানুষ প্রচ- ঠা-ায় কাঁপছে, তখন অস্ট্রেলিয়া মহাদেশের অধিবাসীরা ভুগছে রেকর্ড ভাঙা তাপমাত্রায়।