চট্টগ্রামে ১৭টি পশুর হাট উচ্ছেদের উদ্যোগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের সব অবৈধ পশুর হাট উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পুলিশ প্রশাসন ও পশুর বাজার ইজারাদারদের সঙ্গে সমন্বয় সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

সভায় নগরীতে ১৭টি অবৈধ পশুর হাট চিহ্নিত করে এগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। চিহ্নিত করা হাটগুলো হলো- হাটহাজারী ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের পাশে ছড়ার পাড় সংলগ্ন পশুর বাজার, হাটহাজারী চৌধুরী হাট সংলগ্ন পশুর বাজার, অক্সিজেন মোড়ে বেইলী ব্রিজের পূর্ব পাশে শহীদ নগর পশুর বাজার, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে আশেকানে আওলিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন বেলতলা পশুর বাজার, দক্ষিণ পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড নাজির পাড়াস্থ পশুর বাজার, কাটগড় বাজারের পশ্চিম পাশে মুসলিমাবাদ পশুর বাজার, ফইল্যাতলী বাজারের পশ্চিম পাশে খালপাড় সংলগ্ন পশুর বাজার, কর্ণেলহাট বাজারের পশ্চিম পাশে পশুর বাজার, কর্ণেল হাট শাহিরপাড়া পুকুর সংলগ্ন পশুর বাজার, দেওয়ানহাট রেললাইন সংলগ্ন পশুর বাজার, বন্দরটিলা হাসপাতালের পশ্চিম পাশে পশুর বাজার, খাজা রোড সংলগ্ন এসএমসি স্কুলের পাশে পশুর বাজার, কালা মিয়া বাজার পশুর বাজার, বহদ্দারহাট পুকুর পাড়ে পশুর বাজার, বলির হাট পশুর বাজার, নোমান কলেজের সামনে পশুর বাজার।

অবিলম্বে এ সব পশুর বাজার সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন প্রদত্ত নির্ধারিত সময়ের মধ্যে পশুর হাট সরিয়ে ফেলা না হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আইনানুগ উদ্যোগের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা সব হাট উচ্ছেদ করবে।