বাংলাদেশ থেকে নদী খনন প্রশিক্ষণ নেবে আসাম

বাংলাদেশ থেকে নদী খননের শিক্ষা নেবেন ভারতের আসাম রাজ্যের প্রকৌশলীরা। রাজ্যের দুটি প্রধান নদী ব্রহ্মপুত্র ও বরাকে খনন চালানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। বন্যার হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে ছোট নদীগুলোরও সংস্কার করবে আসাম সরকার।

উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য আসামে পাহাড় আর নদীর অভাব নেই। প্রকৃতি দুহাত ভরে রাজ্যটিকে সাজিয়ে তুলেছে অপ্রতুল প্রাকৃতিক ভান্ডারে। কিন্তু প্রকৃতিই এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। চলতি মৌসুমে বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯৮ জন। বহু এলাকা এখনো পানের নিচে।

সরকারি সূত্র থেকে জানা যায়, আসামে এখন পর্যন্ত ১২ হাজার ২৬৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।