রমজানের শুরুতে আফগানিস্তানে হামলায় নিহত ১৮

ডেস্ক : পবিত্র রমজান মাসের শুরুতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, খোস্তে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ওপর এ হামলা চালানো হয়।

খোস্ত প্রদেশের গভর্নরের এক মুখপাত্র মুবারিজ জাদরান জানিয়েছেন, একটি স্টেডিয়াম ও বাস স্টেশনের কাছে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হামলা চালায় অজ্ঞাত আত্মঘাতী।

জাদরান বলেন, এ হামলায় দুই শিশুসহ ১০ জন আহত হয়েছেন। হামলার টার্গেট ছিল আফগান পুলিশ ও মার্কিন সেনারা। কিন্তু হতাহতদের অধিকাংশই বেসামরিক লোকজন।’

এই বোমা হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে সম্প্রতি এ ধরনের হামলা চালাচ্ছে আফগান তালেবান।

এদিকে, শুক্রবার হেরাত প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে একটি মিনিবাস ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় নারী-শিশুসহ ১০ জন নিহত এবং ছয়জন আহত হয়।

রমজান মাসের প্রথম দিন আফগানিস্তানের সরকারি ছুটি থাকে। আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ) পবিত্র রমজানে সংঘাত বন্ধ রাখার আহ্বান জানায়। কিন্তু আফগান তালেবান জানিয়েছে, তারা এ মাসে হামলা আরো বাড়াবে। তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন