সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সিলেট-আখাউড়া রেল লাইনের কুলাউড়ার ভাটেরা রেলস্টেশনে  মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুঘর্টনাটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় ঘটেছে। বিকেলে ৫টা পর্যন্ত উদ্বাকারী কোন ট্রেন ঘটনাস্থলে এসে পৌছেনি। স্থানীয়রা জানায়, ঢাকা গামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন মোগলাবাজর ও কুশিয়ারা ট্রেন সিলেটে আটকা পড়েছে। এদিকে চট্রগ্রাম ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেল স্টেশনে আটকা পড়ে। অন্য ট্রেনগুলির সিডিউল বিলম্বিত হবে বলে রেলওয়ে সুত্রে জানা গেছে। কুলাউড়া জংশন সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ফেঞ্চুগঞ্চ শাহজালাল সার কারখানা থেকে সার বোঝাই একটি ট্রেন চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বেলা সাড়ে ৩টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা ষ্টেশনে প্রবেশকালে আউটার সিগনাল এলাকায় ট্রেনটির একটি বগি লাইচ্যুত হয়। এ দূর্ঘটনার ফলে সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। কুলাউড়া ষ্টেশন মাস্টার হরিপদ সরকার ট্রেন লাইনচুত্যের সত্যতা নিশ্চিত করে জানান, একটি উদ্ধারকারী রিফিল ট্রেন দূর্ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধার করতে দেড়-দুই ঘন্টা সময় লাগতে পারে।