এখনো বর্বর নির্যাতন চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

নানামুখী চাপ সত্ত্বেও রোহিঙ্গাদের বাস্তুভিটাচ্যুত করতে আবারো গ্রামে গ্রামে বর্বর নির্যাতন চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এ অবস্থায় প্রাণ বাঁচাতে ১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তবর্তী সেন্টমার্টিনের বিপরীতে মিয়ানমারের নাইক্ষ্যংডিয়া এলাকায় অবস্থান নিয়েছে বলে জানিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন। সাগর উত্তাল থাকায় নৌকা চলাচল বন্ধ রাখায় তারা সেখানে আটকা পড়েছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপ সত্ত্বেও মিয়ানমারের রোহিঙ্গাদের উপর দমন পীড়ন বন্ধ হচ্ছে না। রোহিঙ্গাদের বাংলাদেশমুখী করতে গ্রামে গ্রামে নির্যাতন চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। যারা এখনো সেখানে আছে তাদেরকে তাড়াতে অক্টোবরের শুরু থেকে আবারো বর্বর নির্যাতন চালাতে শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। টেকনাফের উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, মিয়ানমারের নির্যাতনের মুখে এখনো প্রায় ১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
এদিকে সাগর উত্তাল থাকায় প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত রোহিঙ্গারা টেকনাফের ৫টি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মাঈনুদ্দিন খান। যে সব রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরে আসছে বাংলাদেশের সেনা সদস্যরা তাদের প্রাথমিক ত্রাণ সহায়তা দিয়ে পাঠিয়ে দিচ্ছে উখিয়ার শিবিরগুলোতে।