‘রোহিঙ্গা সঙ্কটের জন্য ব্রিটিশ উপনিবেশবাদী শাসন দায়ী’

ডেস্ক: একজন আন্তর্জাতিক আইনজীবী বলেছে, রোহিঙ্গা মুসলমানরা আজ যে চরম বিপদের মুখে পড়েছে তার জন্য ব্রিটিশ উপনিবেশবাদী শাসন দায়ী।

ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আইনজীবী ব্যারি গ্রসম্যান বলে, ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ এশিয়ার মানচিত্রে যে অসংলগ্ন অবস্থা তৈরি করে রেখে গেছে তার ফলে আজ রোহিঙ্গা সংকট তৈরি হয়েছে।

এ ছাড়া, বর্তমান মার্কিন সরকারের পূর্ব এশিয়া বিষয়ক নীতিও রোহিঙ্গা সংকট চরম আকার ধারণ করার জন্য দায়ী বলে সে বর্ণনা করে।

এই আন্তর্জাতিক আইনজীবী বলে, মিয়ানমার সরকারের প্রত্যক্ষ সমর্থন ও মদদ নিয়েই দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক নিধন অভিযান চালিয়েছে। এই ভয়াবহ অপরাধযজ্ঞের জন্য মিয়ানমার সরকার বা সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে কোনো ব্যবস্থা নেয়নি আমেরিকা ও জাতিসংঘ।

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় রাখাইন প্রদেশে গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর ভয়াবহ দমন অভিযানে ছয় হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান শহীদ ও আট হাজার আহত হয়েছেন। এ ছাড়া, ১০ লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।