৫২তম ইজতেমার শুরুতেই ৫ মুসল্লির মৃত্যু

গাজীপুর: বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচন্ড শীত ও শৈত প্রবাহের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের অনেকে বার্ধক্যজনিত ও অসুস্থতায় ভুগে মারা গেছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের সাহেব আলী (৩৫) কক্সবাজারের হোসেন আলী (৬৫), বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে ফজলুল হক (৫৬), বিকেলে সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুস আব্দুস সাত্তার (৬০) এবং সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় জানু ফকির(৭০)।
তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামি ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ২২ জানুয়ারি আখেরি মেনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমা।