জোড়া খুনের দায় স্বীকার ভার্চুয়াল ‘আল-কায়েদার’

জুলহাজ-তনয় হত্যায় আল কায়দার দায় স্বীকার

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: সমকামিদের অধিকার বিষয়ক পত্রিকা রূপবান-এর সম্পাদক ও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে হত্যার দায় স্বীকার দাবি করেছে অনলাইনে আনসার আল ইসলাম নামধারী একটি সংগঠন।

জনৈক মুফতি আব্দুল্লাহ আশরাফ এর নামে আল কায়েদা ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ শাখার মুখপাত্র পরিচয়ে ভার্চুয়াল জগতে এই বার্তা টুইট করা হয়। এতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে এক টুইট বার্তায় আনসার আল ইসলামের তরফ থেকে হত্যার দায় স্বীকার করে এক টুইট বার্তা প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ তা`লার অশেষ অনুগ্রহে আনসার আল ইসলামের মুজাহিদিনরা বাংলাদেশে সমকামিতা চর্চা ও প্রসারের পথিকৃৎ, সমকামীদের গুপ্ত সংগঠন  `রূপবান`র পরিচালক জুলহাজ এবং তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করেছে।’

এতে আরও উল্লেখ করা হয়, আমেরিকা ও ভারতের মিত্রদের সাহায্য নিয়ে এই ভূখণ্ডে ৯৮ সাল থেকে সমকামিতার অশ্লীলতা ছড়াতে এই মানুষগুলো কাজ করে যাচ্ছিলো।