‘পোশাকশিল্প কঠিন সময় পার করছে’

ঢাকা: তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছে নতুন জোট ‘স্বাধীনতা পরিষদ’। জোটটি মনে করছে, ‘দেশের পোশাক শিল্প কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে লাভিঞ্চি হোটেলে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানায়।
পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, বন্ধ হওয়ার পথে গার্মন্টেস, বাঁচিয়ে রাখতে বিজিএমইএ’তে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের পোশাকশিল্পের এই সঙ্কট কাটানো সম্ভব।

পোশাকশিল্পের সমস্যা মোকাবেলায় যোগ্য নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বিজিএমইএতে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে বর্তমান সমস্যা মোকাবেলায় যোগ্য নেতৃত্ব সৃষ্টির পাশাপাশি আর যাতে কোনো শিল্প বন্ধ না হয় সে ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়। এসময় বিজিএমইএ’র নির্বাচন নিয়ে আগামী পরিকল্পনা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।
বিজিএমইএ’র স্বাধীনতা পরিষদের নেতারা মনে করেন, ‘বিজিএমইএ এবারের নির্বাচনের মাধ্যমে আবার গণতন্ত্রে ফিরে আসবে। সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে পোশাক খাতকে। তাই সৎ ও দক্ষ নেতৃত্ব গঠনে নির্বাচনের বিকল্প নেই।