৩ বছরে ১৩ হাজার ব্রিজ নির্মাণ হবে

ঢাকা : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বতর্মানে ৩ বছর মেয়াদি একটি প্রকল্পের মাধ্যমে সারা দেশে ১৩ হাজার ছোট-বড় ব্রিজ ও কালভার্ট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ৫ হাজার ৭৯০টি ব্রিজ-কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। এ বছরও নির্মাণ এ নির্মাণ কাজ অব্যাহত থাকবে।’

বুধবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বন্যায় একজন মানুষও যেন না খেয়ে মারা না যায় সেই ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের খাদ্য ও ত্রাণ সামগ্রীর কোনো সঙ্কট নেই।’

তিনি বলেন, ‘বন্যা কবলিত ৯ জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সাড়ে ৫ কোটি টাকা ও ১০ হাজার মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার দেয়া হয়েছে। দুর্যোগ এলাকা থেকে ২শ’ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।’

বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ত্রাণ মন্ত্রী।

জেলা প্রশাসকরা ত্রাণকার্য পরিচালনার জন্য হেলিকপ্টার চেয়েছেন কিনা জানতে চাইলে মায়া বলেন, ‘তারা হেলিকপ্টার চাননি। তবে ত্রানসামগ্রী দ্রুত পৌঁছে দিতে তারা স্পিডবোট ও মিনিট্রাক দেয়ার কথা বলা হয়েছেন।’

সম্মেলনে ইউনিয়ন পর্যায়ে জেলা দুযোগ ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত করা, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানবিক কাজ সুষ্ঠুভাবে শেষ করা, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি তদারকি করা, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোলার প্যানেল বায়োগ্যাস স্থাপন নিশ্চিত করা ও মুজিব কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।