রাশিয়ায় ৭১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত; সবাই নিহত

ডেস্ক: রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর সবাই নিহত হয়েছে। বিমানটিতে ৬৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলো।
মস্কোর ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আরগুনোভো এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। রাশিয়ার মস্কো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সারাতভ এয়ারলাইনসের ওই বিমানটি বিধ্বস্ত হয়। অভ্যন্তরীণ ওই ফ্লাইটটির গন্তব্য ছিল উরালের ওরস্ক শহর।
রাশিয়ার জরুরি সেবা সংস্থাগুলোর সূত্র রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং কোনো যাত্রী বেঁচে নেই।
মস্কোর দোমোদেদোভো বিমানবন্দর ত্যাগ করার দুই মিনিট পরই রাডার থেকে বিমানটি নিখোঁজ হয়। রুশ কর্তৃপক্ষ বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে।